শিরোনাম
বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলি নির্যাতন থেকে বাঁচতে যে যেমনি পারছেন রাফা থেকে পালিয়ে যাচ্ছেন -আলজাজিরা

গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর অঞ্চলটির দক্ষিণের শহর রাফায় জীবন বাঁচাতে অন্তত ১০ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেই শহরে বড় ধরনের স্থল অভিযান শুরু করতে চলেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ওই শহরে হামলা না চালাতে যুক্তরাষ্ট্র একাধিকবার আহ্বান জানিয়েছিল। কিন্তু সেই আহ্বান উপক্ষো করায় গত সপ্তাহে দেশটিতে বোমার একটি চালান স্থগিত করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, ‘রাফায় আক্রমণ চালানোর জন্য ইসরায়েলি নেতারা সিদ্ধান্ত নেওয়ার দিকে এগোচ্ছেন বলে মনে হচ্ছে। তাই ইসরায়েলকে বিশেষ অস্ত্র দেওয়ার প্রস্তাবটি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখতে শুরু করেছি আমরা। সেই পর্যালোচনার ফলস্বরূপ  আমরা গত সপ্তাহে অস্ত্রের একটি চালান স্থগিত করেছি। এ চালানে ছিল ১,৮০০টি ২,০০০ হাজার পাউন্ড (৯০৭ কেজি) এবং ১,৭০০টি ৫০০ (২২৭ কেজি) পাউন্ড ওজনের বোমা। এ চালান কীভাবে এগিয়ে নিয়ে  যেতে হবে সে বিষয়ে আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি’।

ওই কর্মকর্তা বলেন, রাফায় বেসামরিক লোকজনের মানবিক চাহিদা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ‘পুরোপুরি বিবেচনায়’ নেয়নি ইসরায়েল। এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউস প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবস্থান, রাফায় ইসরায়েলের বড় রকমের স্থল অভিযান চালানো উচিত হবে না। কেননা সেখানে ১০ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়ে আছে। তাদের অন্যত্র যাওয়ার জায়গা নেই।’

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, ‘আলোচনা এখনো চলছে এবং আমাদের উদ্বেগকে পুরোপুরি বিবেচনায় আনা হয়নি। রাফায় বড় ধরনের স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলি নেতাদের সিদ্ধান্তমূলক অবস্থানের দৃশ্যত ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ফলে ইসরায়েলে প্রস্তাবিত অস্ত্রের চালান পাঠানোর বিষয়টি যত্নের সঙ্গে পুনর্বিবেচনা শুরু করি আমরা। এসব অস্ত্র হয়তো রাফায় ব্যবহার করা হতো।’

জানা গেছে, স্থগিত চালানে বোয়িংয়ের তৈরি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশনও (জেডিএএম) রয়েছে। এই স্যাটেলাইট-নির্দেশিত ‘স্মার্ট’ বোমা যে কোনো আবহাওয়ায় নির্ভুলভাবে নিশানায় আঘাত হানতে সক্ষম। গত বছরের অক্টোবর  থেকে গাজায় নারকীয় অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩৪ হাজার ৭৮০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। বিবিসি, আলজাজিরা

 

সর্বশেষ খবর