বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

স্বেচ্ছায় কারাগারে গেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

স্বেচ্ছায় কারাগারে গেলেন ইমরানের স্ত্রী বুশরা বিবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালার বাসভবন থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের আদেশ দিয়েছেন আদালত। অবশ্য বুশরা বিবি নিজেই কারাগারে যাওয়ার ইচ্ছা পোষণ করলে ইসলামাবাদ হাই কোর্টের বিচারপতি গতকাল তাতে এ সায় দেন।

বুশরার আইনজীবী নাঈম পাঞ্জুথা বলেছেন, নিরাপত্তার কথা বিবেচনা করে বুশরা বিবিকে গৃহবন্দি করার পরিবর্তে কারাবাসে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তোশাখানা মামলা বা রাষ্ট্রীয় উপহার বেআইনিভাবে বিক্রির মামলায় ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদন্ড দেওয়ার পর ৩১ জানুয়ারি সাবেক ফার্স্ট লেডিকে হেফাজতে নেওয়া হয়। ইসলামাবাদ হাই কোর্ট ১ এপ্রিল তোশাখানা মামলায় তাদের সাজা স্থগিত করেছেন। তবে ‘অ-ইসলামিক নিকাহ’ মামলায় বুশরা বিবি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। ইমরান খানও অন্য মামলায় কারাগারে রয়েছেন। তোশাখানার রায়ের পর বুশরা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে আদিয়ালা কারাগারে যান, যেখানে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর সদস্যরা আগে থেকেই উপস্থিত ছিলেন। এর পরই তাকে দেশটির দুর্নীতি দমন কমিশন হেফাজতে নেয়। এক বিজ্ঞপ্তিতে বানিগালার বাড়িকে সাব-জেল ঘোষণা করা হয় এবং বুশরা বিবিকে সেখানে স্থানান্তরিত করা হয়। তিনি এবং তার স্বামী বাসভবনটিকে সাব-জেল ঘোষণার আবেদন জমা দিতে অস্বীকৃতি জানানোয়, কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তার গ্রেফতারের প্রায় এক সপ্তাহ পরে, বুশরা বিবি তার বাসভবনকে সাব-জেল ঘোষণার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেন এবং ইসলামাবাদ হাই কোর্টের কাছে তার ১৪ বছরের সাজার মেয়াদ আদিয়ালা কারাগারে পূর্ণ করার সুযোগ দেওয়ার অনুরোধ করেন।

 

 

সর্বশেষ খবর