বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

শক্ত আঘাত না করতে অনুরোধ করেছিল পশ্চিমারা : ইরান

ইসরায়েলে হামলা

ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সম্প্রতি ইরান যে অপারেশন ট্রুজ প্রমিজ চালিয়েছিল তার আগে পশ্চিমা দেশগুলো ইসরায়েলের ওপর শক্ত আঘাত না করার জন্য তেহরানকে অনুরোধ জানিয়েছিল। এই দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইসরায়েল-বিরোধী সামরিক অভিযানের আগে পশ্চিমারা অনুরোধ করেছিল যে, যদি আপনারা ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে চান তাহলে তা যেন শক্ত আঘাত না হয় এবং অপারেশনের তীব্রতা তুলনামূলক কম হয়।

গতকাল ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যখন সামরিক অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় তখন পশ্চিমা দেশগুলো এবং ইউরোপে আমেরিকার মিত্ররা ইরানের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করে এবং তারা প্রথমেই অনুরোধ জানায়- ইসরায়েলের বিরুদ্ধে অভিযান না চালিয়ে ধৈর্য ধারণ করার। কিন্তু ইরান স্পষ্টভাবে তাদের জানিয়ে দেয় যে, ইসরায়েলের বিরুদ্ধে নিশ্চিতভাবে জবাব দেওয়া হবে।

অভিযানের দুই দিন আগে আমেরিকা এবং তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানানো হয় যে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে অভিযান চালাচ্ছি তাতে তাদের কোনো ঘাঁটি লক্ষ্যবস্তু হবে না। আমেরিকাকে দেওয়া নোটিসে ইরান সতর্ক করে বলেছিল যে, যদি আমেরিকা ইরানের স্বার্থে আঘাত হানে তাহলে ইরান মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত করবে এবং তা হবে চূড়ান্ত পর্যায়ের আঘাত।

আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা আঞ্চলিক মিত্র দেশগুলোকে জানিয়েছিলাম, আমাদের সম্পর্ক ভ্রাতৃত্বের ওপর প্রতিষ্ঠিত কিন্তু আমেরিকা যদি সামান্যতম ভুল করে তাহলে তাদের ঘাঁটিতে আঘাত করা হবে। পার্সটুডে।

 

 

সর্বশেষ খবর