বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ০০:০০ টা

টিকটক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা ঠুকেছে

নিষিদ্ধকরণ আইন চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

চীনের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ‘টিকটক’ তার বিরুদ্ধে মার্কিন কংগ্রেসে পাস হওয়া আইনের বৈধতা চ্যালেঞ্জ করে মামলা করেছে। মঙ্গলবার এ মামলা করা হয়েছে। কংগ্রেসে পাস হওয়া আইনে বলা হয়, টিকটক আমেরিকানদের কাছে বিক্রি করা না হলে যুক্তরাষ্ট্রে তা নিষিদ্ধ হয়ে যাবে। টিকটকের আর্জিতে বলা হয়, কয়েক কোটি আমেরিকান নিজেদের মতামত এবং বক্তব্য অবাধে অন্যের সঙ্গে শেয়ার করছেন টিকটকের মাধ্যমে। তাই টিকটক নিষিদ্ধ করা হলে সংবিধানের প্রথম সংশোধন লঙ্ঘিত হবে। ২৭০ দিনের মধ্যে বিক্রির যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা-ও একেবারেই সম্ভব নয়। টিকটকের মাধ্যমে বিশ্বের ১ বিলিয়নের অধিক মানুষের মধ্যে মতবিনিময় ঘটছে। নিষিদ্ধ হলে তা এ মতবিনিময়কে বাধাগ্রস্ত করবে। জাতীয় নিরাপত্তার দোহাইতে কংগ্রেসে পাস হওয়া আইনে বলা হয়, আইনটি ২০২৫ সালের ১৯ জানুয়ারি কার্যকর হবে এবং মালিকানা চীনা থেকে আমেরিকানদের কাছে হস্তান্তর করা না হলে ওই দিন টিকটক আমেরিকায় নিষিদ্ধ হবে।

যুক্তরাষ্ট্রে টিকটক অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটির বেশি। অর্থাৎ মোট জনসংখ্যার অর্ধেকই ব্যবহার করছে। আর এটি রাজনৈতিক মতবাদ/মন্তব্য প্রচারের পাশাপাশি নাচগানও প্রদর্শন করছে। পারস্পরিক মতামত/মন্তব্য বিনিময়ে এটি সবচেয়ে উত্তম একটি প্ল্যাটফরম বলে ধারণা করা হয়। মার্কিন প্রশাসনের আশঙ্কা, টিকটকের মাধ্যমে আমেরিকানদের অনেক গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে। এজন্যই রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয়ে মিলেই নিষিদ্ধের বিলটি পাস করে। ২৪ এপ্রিল প্রেসিডেন্ট বাইডেন আইনটি অনুমোদন করে স্বাক্ষর দেন।

 

 

 

 

সর্বশেষ খবর