শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

লোকসভা নির্বাচনে নাক গলাতে চাইছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার অভিযোগ

ভারতের লোকসভা নির্বাচনে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। এই দাবি রাশিয়ার। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এমনটা দাবি করে বলেন, ভারতে চলমান নির্বাচনকে জটিল করার জন্য আমেরিকা ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারসাম্যহীন করতে চায়। ভারতে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রিপোর্টের উল্লেখ করেন জাখারোভা। তিনি বলেন, ভারতের দেশপ্রেমের মানসিকতা এবং ইতিহাস সম্পর্কে যুক্তরাষ্ট্রের শিক্ষার অভাব রয়েছে। আরটি নিউজ জাখারোভাকে উদ্ধৃত করে বলেছে, ‘আমেরিকা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে ‘ভিত্তিহীন অভিযোগ’ করে চলেছে।’ জাখারোভা এটাকে ভারতের কাছে ‘অসম্মানজনক’ বলে অভিহিত করেছেন। সম্প্রতি এক রিপোর্টে, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা ও অন্য কিছু মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মার্কিন কমিশন অভিযোগ তুলে ভারতের সমালোচনা করেছে।

সর্বশেষ খবর