শিরোনাম
শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনো ছাড় নয়

হামাসের ঘোষণা

ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি বিষয়ে সমঝোতায় আর কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সম্প্রতি মিসরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এ ঘোষণা দিল হামাস। যদিও মিসরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনো অব্যাহত রয়েছে। এদিকে দক্ষিণ গাজার শহর রাফায় বুধবারও ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় রকমের হামলার। প্রসঙ্গত, মঙ্গলবার মিসরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল আবার জানিয়েছে, হামাসের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়। কারণ শর্তগুলো খুব দুর্বল।

সর্বশেষ খবর