শুক্রবার, ১০ মে, ২০২৪ ০০:০০ টা

আমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি কেন চাইব

৯ মে’র দাঙ্গা নিয়ে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান গত বছরের ৯ মে’র দাঙ্গার জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন। বরং এমন ঘটনার জন্য তার কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন তিনি। বুধবার আদিয়ালা কারাগারে দুর্নীতি মামলার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, গত বছরের ৯ মে’র সহিংস প্রতিবাদের জন্য ক্ষমা চাইবেন কি না, এমন প্রশ্নে তিনি নেতিবাচক উত্তর দেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন। মঙ্গলবার পাকিস্তান আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরিফ রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ৯ মে’র প্রতিবাদের বিষয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতারা প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।

সর্বশেষ খবর