সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেনকে আরও ৪০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের

তিন বছরে পড়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এখন ইউক্রেনের দক্ষিণ ও পূর্বদিকের অঞ্চলগুলোতে ব্যাপক অভিযান শুরু করেছে রাশিয়া। হামলা চালিয়েছে উত্তর-পূর্বাঞ্চলের শহরগুলোতেও। দীর্ঘ সময় ধরে লড়াই করার পর এবার অস্ত্র ভান্ডারে টান পড়েছে ইউক্রেনের। এ পরিস্থিতিতে ফের ইউক্রেনের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকা ইউক্রেনের জন্য নতুন ৪০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এ প্যাকেজে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, উচ্চ গতিশীল আর্টিলারি রকেট সিস্টেম, গোলাবারুদসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র রয়েছে। থাকছে প্রায় দেড় কোটি গোলাগুলিও। একই সঙ্গে সাঁজোয়া গাড়ি, শক্তিশালী জাভেলিন মিসাইল, বিপুল পরিমাণ গ্রেনেডও দিচ্ছে আমেরিকা। এদিকে গতকাল রাশিয়ায় ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের সীমান্তবর্তী রুশ শহর বেলগোরোডের একটি বহুতল অ্যাপার্টমেন্ট ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর