সোমবার, ১৩ মে, ২০২৪ ০০:০০ টা

এভারেস্ট জয় ২৯ বার

এভারেস্ট জয় ২৯ বার

তাকে এভারেস্টম্যান বললে অত্যুক্তি হবে না। কারণ তিনি নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন। এ পর্যন্ত পৃথিবীর সর্বচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চড়লেন ২৯ বার। ৮ হাজার ৪৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় করাটা পৃথিবীর সব পর্বতারোহীর স্বপ্ন থাকে। সেই এভারেস্ট একবার নয়, দুবার নয় এমনকি পাঁচবারও নয়, একেবারে ২৯ বার অতিক্রম করলেন নেপালের কামি রিতা শেরপা। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এভারেস্ট অতিক্রম করাকে একেবারে জলভাতের মতো জিনিসে পরিণত করে নতুন নজির গড়লেন কামি শেরপা। গত বছরের মে মাসে কামি শেরপা তার ব্যক্তিগত ২৮তম বার এভারেস্ট অতিক্রম করেছিলেন। আর গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ ৫৫ বছরের কামি শেরপা তার ২৯তম এভারেস্ট জয় করে এ নজির গড়েছেন। গত বছর ২৮তম বার এভারেস্টে উঠে নজির গড়েছিলেন কামি রিতা শেরপা। ২০১৯ সালে তিনি ছয় দিনের ব্যবধানে দুবার এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন। এভারেস্টের পাশাপাশি আটবার সর্বোচ্চ শৃঙ্গ চো ইয়ো, একবার লোতসে, একবার কারাকোরাম শৃঙ্গ জয় করারও নজির আছে তার। ১৯৯৪ সালের ১৩ মে প্রথমবার এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন কামি রিতা শেরপা। তারপর থেকে প্রায় প্রতি বছরই এভারেস্টে আরোহণ করেছেন।

সর্বশেষ খবর