মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ০০:০০ টা
মালয়েশিয়া

৫৪০ কোটি টাকার বিলাস সামগ্রী কেনায় কাঠগড়ায় সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী

নাজিব রাজাক ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন নাজিব এবং তাঁর স্ত্রী রোসমাহ মানসোরের বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে বলা হয়, ক্ষমতায় থাকা অবস্থায় রোসমাহ মানসোরে অবৈধভাবে ৩৪৬ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪০ কোটি টাকার বিলাসবহুল জিনিস কেনার অভিযোগ আনা হয়েছে। আর এই দুর্নীতির অভিযোগে নির্বাচনে পরাজয় বরণ করতে হয় নাজিবের নেতৃত্বাধীন জাতীয় জোটকে। মানসোরের বিরুদ্ধে মামলা দায়েরকারীদের মধ্যে রয়েছে মালয়েশিয়া ডেভেলপমেন্ট বিএইচডি এবং এসআরসি ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি-র মতো বড় কোম্পানি। ৯ মে দায়ের করা এই মামলায় কোম্পানিগুলো রোসমাহ মনসুরকে এই বিলাসবহুল জিনিসগুলো ফেরত দিতে এবং ৩৪৬ মিলিয়ন ডলার বা আদালত কর্তৃক নির্ধারিত পরিমাণ অর্থ ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। উল্লেখ্য, নির্বাচনে হেরে যাওয়ার পর নাজিব ও তাঁর স্ত্রীর সম্পত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২৩২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জিনিসপত্র বাজেয়াপ্ত করে। নাজিব এবং রোসমাহ কোনো অন্যায় করেননি বলে জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আপাতত গুরুতর অভিযোগের ভিত্তিতে বিচারের সম্মুখীন হয়েছেন। দুর্নীতির অভিযোগে কারাদণ্ডও হয়েছে নাজিব রাজাকের। তবে পরে রাজকীয় ক্ষমা বোর্ড তাঁর সাজা ১২ বছরের কারাদণ্ডের মেয়াদ অর্ধেক কমিয়ে ৬ বছর করে দেয়। এ ছাড়াও বোর্ড তাঁর জরিমানা ২১ কোটি রিঙ্গিত থেকে কমিয়ে ৫ কোটি রিঙ্গিত করে দেয়। তবে ২০২৮ সালের আগস্টে মুক্তি পেতে হলে নাজিবকে এর আগে জরিমানার পুরো অর্থ পরিশোধ করতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে নাজিবের সাজার মেয়াদ আরও এক বছর অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত বাড়ানো হবে বলে জানানো হয়েছে।

 

সর্বশেষ খবর