শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

এগোচ্ছে রাশিয়া, পিছু হটছে ইউক্রেন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

সম্প্রতি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের অনেকখানি ভিতরে প্রবেশ করেছে রুশ সেনারা। গতকাল অঞ্চলের আরও দুটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে খারকিভের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। তাদের হামলায় টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেন সেনাবাহিনী।

ইউক্রেনকে রুশ আক্রমণ ঠেকাতে যথেষ্ট হিমশিম খেতে হচ্ছে। অথচ ২০২২ সালেই রুশদের কাছ থেকে এক অসামান্য বিজয়ের মধ্য দিয়ে খারকিভ পুনর্দখল করেছিল ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, নর্থ গ্রুপের সেনারা খারকিভ অঞ্চলের গ্লাইবোক ও লুকিয়ানস্তি বসতি ‘স্বাধীন’ করেছে। তারা ইউক্রেনের বাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা অতিক্রম করে আরও ভিতরে অগ্রসর হয়েছে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশ বাহিনীর পক্ষ থেকে অব্যাহত চাপের মুখে খারকিভ অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে সেনাদের সরিয়ে নিয়েছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, উত্তর-পূর্বাঞ্চলের দুটি এলাকায় সেনারা ব্যাপক গোলাবর্ষণের মুখে পড়েছেন এবং ‘আরও সুবিধাজনক অবস্থানে’ সরে এসেছেন।

 

সর্বশেষ খবর