শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

ইউক্রেনে ‘রকস্টারের’ ভূমিকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেনে ‘রকস্টারের’ ভূমিকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ট্রেনে চেপে গত পরশু কিয়েভে পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এই ট্রেন যাত্রা ছিল প্রায় ৯ ঘণ্টার। আর তিনি যখন কিয়েভে পৌঁছান তখন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের অনেকখানি ভিতরে দুটি গ্রাম নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। শুধু তাই নয়, তিন দিনের মধ্যে খারকিভ এলাকায় ১০টিরও বেশি গ্রাম নিজেদের দখলে নিয়েছে রুশ সেনা। মার্কিন গণমাধ্যম বলছে, কঠিন পরিস্থিতিতে ইউক্রেনবাসীকে পাশে থাকার আশ্বাস দিতেই কিয়েভে গেছেন ব্লিঙ্কেন। তবে কিয়েভে সম্পূর্ণ অন্য মেজাজে দেখা যায় ব্লিঙ্কেনকে। কিয়েভের একটি বার পরিদর্শন করেন। সেখামেঞ্চে দাঁড়িয়ে ১৯.৯৯ ব্যান্ডের সঙ্গে নীল ইয়ং-এর ‘রকিং ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানে গিটারবাজান। এ রক অ্যান্থেমটি বার্লিন প্রাচীর ভেঙে পড়ার ঠিক আগে ১৯৮৯ সালে প্রকাশিত হয়েছিল। কোরাসের সঙ্গে গানটি গিটারে বাজান আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। বিষয়টি সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন ইউক্রেনে ‘মার্কিন রকস্টার ব্লিঙ্কেন’।

সর্বশেষ খবর