শিরোনাম
বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ ০০:০০ টা

মার্কিন নিষেধাজ্ঞা হুমকির কড়া জবাব জয়শঙ্করের

ইরানের চাবাহার সমুদ্র বন্দর নিয়ে চুক্তি করেছে ভারত। তার পরেই ভারতের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই হুমকির কড়া জবার দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বললেন, সংকীর্ণ মানসিকতা পরিত্যাগ করে মানুষের উন্নতির কথা ভাবতে হবে। নিজের বই প্রকাশের অনুষ্ঠানে কলকাতায় গেছেন জয়শঙ্কর। সেখানেই চাবাহার চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের মন্তব্যের উল্লেখ করে প্রশ্ন করেন এক সাংবাদিক। উত্তরে অবশ্য আমেরিকার নাম উল্লেখ করেননি জয়শঙ্কর। তাঁর কথায়, ‘বেশ কিছু মন্তব্য দেখেছি। তবে আমার মনে হয় এ বিষয়টি নিয়ে ঠিকঠাক আলোচনা হওয়া দরকার। চুক্তির গুরুত্ব বোঝা প্রয়োজন। এ চুক্তির ফলে সবার লাভ হবে। আমার মনে হয় চুক্তি নিয়ে কোনো সংকীর্ণ ভাবনাচিন্তা থাকা উচিত।’ উল্লেখ্য, সোমবার ইরানের সঙ্গে চাবাহার বন্দর নিয়ে ১০ বছরের চুক্তি করেছে ভার?ত। কিন্তু এই চুক্তি ভালোভাবে নেয়নি আমেরিকা। চুক্তি স্বাক্ষরের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, ইরানের ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা বজায় রেখেছে আমেরিকা। তা ছাড়া কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে আমেরিকার তরফে সেই দেশের ওপর নিষেধাজ্ঞা চাপানো হতেই পারে। নাম না করে ভারতকে বেদান্তের হুঁশিয়ারি, যারাই ইরানের সঙ্গে বাণিজ্যিক চুক্তি করবে তাদের মনে রাখা উচিত, তারা নিজেরাই নিষেধাজ্ঞা চাপানোর পথ খুলে দিচ্ছে।

সর্বশেষ খবর