শনিবার, ১৮ মে, ২০২৪ ০০:০০ টা

মিয়ানমারে অভিবাসীদের যুদ্ধে বাধ্য করা হচ্ছে

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের হিসাব অনুসারে, ফেব্রুয়ারি থেকে প্রায় ১ হাজার রোহিঙ্গাকে মিয়ানমারের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয়েছে। সেনাবাহিনীতে জনবল বৃদ্ধি করতে গত ফেব্রুয়ারিতে বাধ্যতামূলক যোগদানের আইন কার্যকর করে জান্তা। আইন অনুসারে, দেশটির ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সব নারীকে কমপক্ষে দুই বছরের জন্য সেনাবাহিনীতে কাজ করতে হবে। এর মধ্যে ব্যাংককভিত্তিক মিয়ানমারের সংবাদ সংস্থা ইরাবতী জানিয়েছে, চাপপ্রয়োগ করে অভিবাসী শ্রমিকদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে যুদ্ধ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এ অভিযোগ উঠেছে মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) বিরুদ্ধে। দেশটির শান রাজ্যে যুদ্ধে অংশ নিতে রাজি না হলে বিদ্রোহী গোষ্ঠীটি বেসামরিকদের নির্যাতন, এমনকি হত্যা করছে বলেও অভিযোগ রয়েছে। শান শহরে সফল লড়াই শেষে রাজধানী লাউক্কাইয়ে ফেরার পর প্রায় ১ হাজার অভিবাসী শ্রমিককে ফ্রন্ট লাইনে পাঠিয়েছে এমএনডিএএ। লাউক্কাইসহ পুরো কোকাং স্বশাসিত অঞ্চলটি গোষ্ঠীটির আওতায়।

সর্বশেষ খবর