রবিবার, ১৯ মে, ২০২৪ ০০:০০ টা

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত আরও ৫০

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত আরও ৫০

আফগানিস্তানের ঘোর প্রদেশে বৃষ্টিজনিত বন্যায় হাজারো ঘরবাড়ি ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে -বিবিসি

ভারী বৃষ্টিতে সৃষ্টি হওয়া বন্যায় আফগানিস্তানে আরও অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গত সপ্তাহের বন্যার ক্ষতি এখনো তারা সামলে উঠতে পারেননি। তার মধ্যেই আবারও আকস্মিক বৃষ্টিতে বন্যা হলো আফগানিস্তানে।

স্থানীয় পুলিশ বলছে, হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি জমির বিশাল অংশ প্লাবিত হয়েছে। ঘোর প্রদেশের পুলিশের মুখপাত্র আবদুল রহমান বদ্রি এক বিবৃতিতে বলেছেন, ‘শুক্রবার বন্যায় ঘোর প্রদেশের ৫০ জন বাসিন্দা প্রাণ হারান এবং আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।’

সেন্ট্রাল ঘোর প্রদেশের তথ্য বিভাগের প্রধান মৌলভী আবদুল হাই জাইম বলেন, প্রদেশের রাজধানী ফিরোজ-কোহ-তে কমপক্ষে দুই হাজার বাড়ি ধ্বংস হয়েছে। চার হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কমপক্ষে দুই হাজার দোকান পানির নিচে তলিয়ে গেছে। শত শত হেক্টর কৃষি জমি ধ্বংস হয়েছে। বন্যার কারণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে।  বিবিসি।

উল্লেখ্য, গত সপ্তাহে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষতি হয়। কর্তৃপক্ষ জানিয়েছিল, বাঘলানের বন্যায় কমপক্ষে ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

এক হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হন।

সর্বশেষ খবর