সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

গাজায় ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় জর্ডান

গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে জর্ডান। গতকাল জাতিসংঘের ফিলিস্তিনিবিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান ফিলিপ্পে লাজ্জারিনির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন জর্ডানি পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। তিনি বলেছেন, গাজা উপত্যকায় অনেক ও নথিবদ্ধ যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। আমরা এগুলোর বিস্তৃত আন্তর্জাতিক তদন্তের দাবি জানাচ্ছি। যা এই যুদ্ধাপরাধগুলোকে থামাবে এবং জড়িতদের বিচারের আওতায় আনবে। ইসরায়েলি হামলায় জাতিসংঘের ত্রাণকর্মী নিহতের ঘটনার সমালোচনা করেছেন তিনি।

 

সর্বশেষ খবর