সোমবার, ২০ মে, ২০২৪ ০০:০০ টা

রুশ অগ্রযাত্রা ঠেকাতে আরও অস্ত্র চান জেলেনস্কি

রুশ অগ্রযাত্রা ঠেকাতে আরও অস্ত্র চান জেলেনস্কি

ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল খারকিভের অনেক গ্রাম দখল করেছে রাশিয়া। এ অবস্থায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পশ্চিমা বিশ্বের কাছে আরও অস্ত্র চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং এটা দ্রুত। ইউক্রেনের সামরিক প্রধান আলেকজান্ডার সিরস্কি স্বীকার করেছেন, খারকিভে তাদের সেনাদের পরিস্থিতি খুব কঠিন। রুশ বাহিনীর সঙ্গে সেখানে লড়াই করতে হিমশিম খাচ্ছে কিয়েভ বাহিনী। এমন পরিস্থিতিতে রুশ বাহিনীকে মোকাবিলা করতে ইউক্রেনের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অস্ত্রের জোগান প্রয়োজন বলে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, উত্তরপূর্ব সীমান্তে খারকিভের প্রায় ১০ কিলোমিটার অঞ্চলে অবস্থান নিয়েছে রুশ বাহিনী। এতে স্থানীয় বাসিন্দাদের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে।

 

 

সর্বশেষ খবর