শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪ ০০:০০ টা

নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতে গেলেন সাবেক বিচারপতি অভিজিত

বিচারপতির পদ ছেড়ে নির্বাচনি রাজনীতিতে এসেছিলেন। আর এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধেই বিচার চেয়ে আদালতে গেলেন সাবেক বিচারপতি ও তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গতকাল কলকাতা হাই কোর্টে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের অর্ডারকে চ্যালেঞ্জ করেন তিনি। একই সঙ্গে বলেন, কমিশন তাকে ‘কলঙ্কিত’ করেছে এবং তার ‘মানহানি’ করেছে। সম্প্রতি তমলুকের একটি সভা থেকে অভিজিৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ‘নজিরবিহীন’ভাবে আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছিল তৃণমূল। একটি ভিডিওতে অভিজিৎকে বলতে শোনা যায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় তুমি কত দামে বিক্রি হও?’ এমনকি মমতার উদ্দেশে, ‘তোমার দাম ১০ লক্ষ টাকা কেন?’, ‘উনি আদৌ মহিলা কি না, সে ব্যাপারে সন্দেহ আছে।’ মমতার বিরুদ্ধে এরূপ মন্তব্য করার পর তৃণমূল কমিশনে অভিযোগ করে। পরে কমিশন প্রথমে অভিজিৎকে শোকজ করে। পরে তার প্রচার ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়।

 

 

 

সর্বশেষ খবর