শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

মুসলিমদের ‘ওবিসি’ সংরক্ষণ বাতিলকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গের রাজনীতি

ভারতে লোকসভা নির্বাচনের মধ্যেই পশ্চিমবঙ্গে ২০১০ সালের পর জারি করা অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসিদের শংসাপত্র বাতিলের রায়কে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দেশে ষষ্ঠ দফা ভোটের আগেই বুধবার কলকাতা হাই কোর্ট তার রায়ে ২০১০ সালের পর থেকে জারি করা রাজ্যের সব ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’ বা ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। এর ফলে বাতিল হয়ে গেছে ৫ লাখ ওবিসি সার্টিফিকেট, যার অধিকাংই মুসলিম সম্প্রদায়ের। প্রসঙ্গত, রাজ্যে মুসলিমদের ওবিসি সংরক্ষণের আওতা এনেছিল বামফ্রন্ট। এরপর তৃণমূল সরকার এসে তা বহাল রাখে। এদিকে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে আদালত জানিয়েছেন, মূলত নির্বাচনি মুনাফার জন্য ওই ৭৭টি শ্রেণিকে ওবিসি তালিকায় যোগ করা হয়েছিল। যা শুধু সংবিধানের লঙ্ঘনই নয়, মুসলিমদের অবমাননাও।

সর্বশেষ খবর