রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

প্রবেশ ফি বাড়ছে আইফেল টাওয়ারে

প্রবেশ ফি বাড়ছে আইফেল টাওয়ারে

ফ্রান্সের আইফেল টাওয়ারে প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের প্রবেশমূল্য ২০ শতাংশ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে প্যারিস সিটি হল। আগামী মাস থেকেই কার্যকর হবে টিকিটের নতুন দাম। আইফেল টাওয়ারের জরুরি সংস্কার কাজে অর্থায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বর্তমানে লিফটের মাধ্যমে আইফেল টাওয়ারের শীর্ষে উঠতে দর্শনার্থীদের ২৯ দশমিক ৪০ ইউরো (৩ হাজার ৭৩৬ টাকা প্রায়) খরচ হয়। কিন্তু আগামী ১৭ জুন থেকে সেটি বেড়ে ৩৫ দশমিক ৩০ ইউরো (৪৩ হাজার ৪৮৬ টাকা প্রায়) হয়ে যাবে। এ ছাড়া, প্যারিস সিটি কাউন্সিল আইফেল টাওয়ারের অপারেটর এসইটিইর জন্য একটি পুনঃপুঁজিকরণ পরিকল্পনায় সমর্থন দিয়েছে এবং বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভগুলোর একটি পরিচালনার জন্য অপারেটরের কাছ থেকে যে বার্ষিক ফি নেয়, তা কমিয়েছে। এএফপি

সর্বশেষ খবর