রবিবার, ২৬ মে, ২০২৪ ০০:০০ টা

সিরিয়ার তিন শীর্ষ কর্মকর্তার যাবজ্জীবন

এবার সিরিয়ার শীর্ষ তিন নিরাপত্তা কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ফ্রান্সের আদালত। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- আলী মামলুক, জামিল হাসান ও আবদেল সালাম মাহমুদ। রায় ঘোষণার সময় এ কর্মকর্তাদের তিনজনই আদালতে অনুপস্থিত ছিলেন। গণমাধ্যমের খবর বলছে, সাজাপ্রাপ্তরা বর্তমানে সিরিয়াতেই অবস্থান করছেন। আলী মামলুক সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের একজন শীর্ষ উপদেষ্টা। ফ্রান্সের আদালতের দাবি সিরীয় বংশো™ূ¢ত ফরাসি নাগরিক মাজেন দাবাগ ও তার ছেলে প্যাট্রিক দাবাগের মৃত্যুর সঙ্গে এই কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে।

সর্বশেষ খবর