সোমবার, ২৭ মে, ২০২৪ ০০:০০ টা

গাজায় যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু হতে পারে

► গাজায় নিহত ৩৬ হাজার,- মোসাদ ও সিআইএ’র প্রধান কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই এমন (যুদ্ধবিরতি) সিদ্ধান্ত

► গত চার মাসের মধ্যে তেলআবিবসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চলে রকেট ছুড়েছে হামাস

 

যুদ্ধবিরতির আলোচনা আবার শুরুর সম্ভাবনা বেড়েছে। আন্তর্জাতিক আহ্বান ও আদালতের নির্দেশ অমান্য করে রাফায় ইসরায়েলি হামলা তীব্রতর করার মধ্যেই এ সম্ভাবনা দেখা দিয়েছে। এরই মধ্যে শনিবার গাজায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৪০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান ও কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরই এমন সিদ্ধান্ত হয়। বিষয়টি সম্পর্কে অবগত এক সূত্র রয়টার্সকে জানিয়েছেন, আগামী সপ্তাহে আলোচনা আবার শুরু হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেছেন, আগামী সপ্তাহে মধ্যস্থতাকারী দেশগুলোর নেতৃত্বে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা শুরু করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে থাকছে মিসর ও কাতার। এ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ থাকবে। আগামীকাল মিসরের কায়রোয় আলোচনা আবার শুরু হবে বলে ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ তথ্য অস্বীকার করেছেন গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের একজন কর্মকর্তা। গাজায় সাত মাসের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

চার মাস পর ফের তেলআবিবে হামাসের রকেট হামলা : দখলদার ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবসহ মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঞ্চল লক্ষ্য করে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গত চার মাসের মধ্যে এই প্রথমবারের মতো মধ্যাঞ্চলে রকেট ছুড়েছে হামাস। গতকাল হামাসের ছোড়া রকেটের শব্দে কেঁপে ওঠে তেল আবিবসহ আশপাশ অঞ্চল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বেসামরিকদের ওপর ইহুদিদের গণহত্যার বিরুদ্ধে এ রকেট হামলা বলে জানিয়েছে হামাস। খবর বিবিসির

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা থেকে অন্তত আটটি রকেট ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী এসব হামলার বেশ কয়েকটি প্রতিরোধ করেছে।

ইসরায়েলি কয়েকজন সেনাকে বন্দি করার দাবি হামাসের : গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় শনিবার লড়াইয়ের সময় কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করার দাবি করেছে হামাস। তবে কতজন ইসরায়েলি সেনাকে তারা বন্দি করেছে বা তাদের দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ তারা দেখাতে পারেনি। হামাসের সশস্ত্র শাখা আল কাসেম ব্রিগেডসের মুখপাত্র আবু উবাইদা গতকাল এ দাবি করেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। তবে হামাসের সশস্ত্র শাখার এমন দাবি গতকালই অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। 

আদালতের আদেশ উপেক্ষা করে হামলা, নিহত বেড়ে প্রায় ৩৬ হাজার : ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৩৬ হাজারে পৌঁছেছে। গতকাল বিকালের দিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৯৮৪-তে। সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে আহত হয়েছে অন্তত ৮০ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি। তা ছাড়া গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৮১ জন।

সর্বশেষ খবর