বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

ইসরায়েলের বিচার চাইল রিপোর্টার্স উইদআউট বর্ডার্স

যুদ্ধাপরাধের অভিযোগ

এবার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বারস্থ হলো ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’। তাদের তরফে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তদন্তের আবেদন জানানো হয়েছে আইসিসির কাছে। রিপোর্টার্স উইদআউট বর্ডার্স হলো একটি আন্তর্জাতিক অলাভজনক এবং বেসরকারি সংস্থা, যা তথ্যের স্বাধীনতার অধিকার রক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির অভিযোগ, ১৫ ডিসেম্বর থেকে চলতি মে মাসের মাঝামাঝি অন্তত আটজন ফিলিস্তিনি সাংবাদিককে গাজা ভূখন্ডে পরিকল্পিতভাবে খুন করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনা। যা যুদ্ধাপরাধের শামিল। প্রসঙ্গত, এ নিয়ে তৃতীয় বার ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানালো ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’। জানুয়ারিতে আইসিসি বলেছিল, ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী এবং স্বাধীনতাপন্থি ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের লড়াই শুরুর পর থেকে ১০০ জন সাংবাদিক হতাহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সংগঠন ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)’ সম্প্রতি বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১০৭ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন।

আইসিসির প্রসিকিউটরকে হুমকি দিয়েছিলেন মোসাদ প্রধান : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর ফাতৌ বেনসুদাকে হুমকি দিয়েছিলেন।

  ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলি কর্মকান্ডে একটি যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত না করতে এ চাপ দেন।

সর্বশেষ খবর