বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

পাকিস্তানের সিন্ধুতে তাপমাত্রা ৫২ ডিগ্রি

গরমে হাঁসফাঁস গোটা এশিয়া। তবে গরমের অন্য মাত্রা দেখছে পাকিস্তান। দেশটির সিন্ধু প্রদেশে তাপমাত্রা ছাড়িয়েছে ৫২ ডিগ্রি! যা চলতি গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। পাকিস্তানের আবহাওয়া দফতর জানিয়েছে, সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারোতে তাপমাত্রা ৫২.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। প্রসঙ্গত, মহেঞ্জোদারো একটি ছোট শহর। গ্রীষ্মে এই শহরে ভয়াবহ গরম দেখা যায়। তবে এই মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা আগের বছরের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। তীব্র তাপপ্রবাহের কারণে শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। যদিও পাকিস্তানের হাওয়া অফিস জানিয়েছে, মহেঞ্জোদারোর তাপমাত্রা দু-একদিনের মধ্যেই কিছুটা কমতে পারে। তবে করাচি ও সিন্ধু প্রদেশের অন্যান্য অঞ্চলে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত দিয়েছে পাক আবহাওয়া দফতর।

সর্বশেষ খবর