শিরোনাম
বুধবার, ২৯ মে, ২০২৪ ০০:০০ টা

ভারতে শেষ দফার ভোট নিয়ে মোদি-মমতা বাগযুদ্ধ

দীপক দেবনাথ, কলকাতা

ভারতের লোকসভা নির্বাচনে ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে ইতোমধ্যেই ছয় দফায় ৪৮৬ আসনে ভোট নেওয়া সম্পন্ন হয়েছে। সপ্তম ও শেষ দফার ভোট শনিবার ১ জুন। ভোট গণনা ৪ জুন। শনিবার ৫৭টি লোকসভা আসনে ভোট। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নয়টি আসন। তার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে নির্বাচনি প্রচারে এসে তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের প্রচারসভায় বক্তৃতাকালে বলেছেন, তৃণমূলের যেসব নেতা দুর্নীতির টাকার পাহাড় গড়েছেন, সেই টাকার হিসাব নেবই নেব। অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতার বেহালায় এক সভায় বিজেপি সরকারকে উৎখাতের ডাক দিয়ে বলেছেন, ‘লুটেরা দল বিজেপি যাক, দেশ থাক।’ প্রচারসভায় প্রধানমন্ত্রী মোদি রাজ্যের অনুন্নয়ন নিয়ে কংগ্রেস, তৃণমূল ও বামফ্রন্টভুক্ত দলগুলোকে দায়ী করে বলেন, ‘ভারত উন্নত ভারতের দিকে এগিয়ে চলেছে। এই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে মজবুত পিলার হলো পূর্ব ভারত। গত ১০ বছর ধরে বিজেপি সরকার পূর্ব ভারতের উন্নয়নে যত খরচ করেছে গত ৭০ বছরেও সে উন্নয়ন হয়নি। এদিকে কলকাতার এন্টালি এবং উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে রোড শোতে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জি। এর পাশাপাশি বেহালার চৌরাস্তায় একটি নির্বাচনি জনসভায় উপস্থিত ছিলেন তিনি। বেহালার সভায় মমতা বলেন, ‘মোদি যাক, দেশ থাক। দাঙ্গা যাক, দেশ থাক। লুটেরা যাক, দেশ থাক।’

সর্বশেষ খবর