শিরোনাম
শুক্রবার, ৩১ মে, ২০২৪ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভেঙে দেওয়া হলো ব্রিটেনের সংসদ

ব্রিটেনের সাধারণ নির্বাচন ৪ জুলাই। নির্বাচনের আগে তাই দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। সেখানে শুরু হয়েছে পাঁচ সপ্তাহের প্রচার পর্ব। মধ্যরাতে ৬৫০টির বেশি আসন শূন্য ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে শুরু হয়ে গেল নির্বাচনি প্রক্রিয়া। ১৪ বছর রক্ষণশীল দলের হাতে ক্ষমতা থাকার পর এবার লেবার পার্টি সরকারে আসতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। গোটা ব্রিটেনজুড়ে এখন নির্বাচনের আগ্রহ তুঙ্গে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে গত ২২ মে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দেন ঋষি সুনাক। ধারণা করা হচ্ছে সরকারের জনপ্রিয়তা কমতে থাকায় এ সিদ্ধান্ত নেন সুনাক।

সর্বশেষ খবর