শিরোনাম
শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

৪৫ ঘণ্টার ধ্যানে বসেছেন মোদি

৪৫ ঘণ্টার ধ্যানে বসেছেন মোদি

নরেন্দ্র মোদি

সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানম পম’-এ ধ্যানে বসেন তিনি। প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তার ধ্যানে বসার ছবি প্রকাশ পায়। আনন্দ বাজার জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ‘ধ্যানম পম’-এ ধ্যানে বসেন মোদি। শেষ দফা ভোটের আগে মোদির এই ধ্যান নিয়ে সরব হয়েছিল সিপিএম এবং কংগ্রেস। প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার ছবি যাতে টেলিভিশনে সম্প্রচারিত না হয়, সেই বিষয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তারা। আজ সন্ধ্যায় শেষ দফার ভোটপর্ব মেটার পরই তিনি ধ্যান কক্ষ থেকে বের হবেন বলে জানা গেছে। এই প্রথম নয়। এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন নরেন্দ্র মোদি। ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ। সেখানেই ধ্যানমগ্ন হয়েছিলেন মোদি। ১৮৯২ সালে কন্যাকুমারীর উপকূল থেকে একটি দ্বীপে সাঁতরে গিয়ে সেখানে তিন দিন ধ্যান করেছিলেন এবং জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই শিলা বেছে নিয়েছেন, যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয়।

সর্বশেষ খবর