শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

হঠাৎ পুতিনের গোপন বাড়ি পুড়ে ছাই

হঠাৎ পুতিনের গোপন বাড়ি পুড়ে ছাই

পুড়ে ছাই পুতিনের বাড়ি

সাইবেরিয়ার আলতাই পর্বতমালায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি বাড়ি ছিল। পুতিনের এ প্রাসাদটি আলতাই প্রজাতন্ত্রের ওংগুডেস্কি জেলায় অবস্থিত। সেই বাড়িটি পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল তা রহস্য। কিন্তু দোষ চাপানো হচ্ছে ইউক্রেনের ওপর। এটি সেই একই বাড়ি যেখানে ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি ছিলেন। কথিত আছে, এ বাড়িতে একটি গোপন আস্তানাও রয়েছে। এ পুরো ক্যাম্পাসটি আনুষ্ঠানিকভাবে দেশটির জ্বালানি টাইকুন গ্যাজপ্রমের মালিকানাধীন।

আগুন লাগার কারণও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে- ইউক্রেন এ কাজটি করতে পারে।  বাড়ি পোড়ানোর খবরটি প্রথম দিয়েছিলেন ব্লগার আমির আইতাশেভ। এ জায়গাটা খুবই নিরাপদ। কোনো সাধারণ রাশিয়ান নাগরিক এখানে যেতে পারবেন না। চারদিকে কড়া নিরাপত্তা। পুতিন এবং তার পরিবারকে নিরাপদ রাখতে এ জায়গায় একটি উচ্চ প্রযুক্তির বাঙ্কারও তৈরি     করা হয়েছে, যাতে তারা পারমাণবিক যুদ্ধের সময় নিরাপদে থাকতে পারেন।

সর্বশেষ খবর