শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

রাশিয়ায় হামলার অনুমতি দিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে নির্দিষ্ট কিছু এলাকায় আমেরিকার অস্ত্রশস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে। ইউক্রেনীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাল্টা গুলি বর্ষণ এবং রাশিয়া সীমান্তে পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলে আমেরিকার দেওয়া অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি এবং তার মোকাবিলায় ইউক্রেনের বিপর্যস্ত অবস্থার পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত বলেই জানা গেছে। তবে, রাশিয়ার ভিতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র-সংক্রান্ত মার্কিন নীতিতে কোনো বদল ঘটেনি বলেও জানা গেছে।

ক্ষুব্ধ প্রতিক্রিয়া পুতিন প্রশাসনের : রাশিয়ার ভিতরে অস্ত্র হামলার অনুমতির ব্যাপারে বাইডেনের ঘোষণার পরপরই খারকিভে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইউক্রেনের সেনারা। তবে অস্ত্র ব্যবহারে মার্কিন অনুমোদনের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে পুতিন প্রশাসন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে কিয়েভ বাহিনীকে মার্কিন অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার পরপরই গতকাল রাশিয়ার পার্লামেন্টের নিম্ন কক্ষের প্রতিরক্ষা কমিটির প্রধান আন্দ্রেই কার্তাপোলভ বলেছেন, মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভূখন্ডে ইউক্রেনের হামলার কঠিন জবাব দেবে মস্কো।

সর্বশেষ খবর