শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে স্লোভেনিয়াও

দিন দুয়েক আগে ইউরোপের তিনটি দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। এবার ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ স্লোভেনিয়া এ সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট গলব বৃহস্পতিবার সরকারের এ পদক্ষেপের কথা জানিয়েছেন। এটি বাস্তবায়নের জন্য দেশটির পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন। আগামী মঙ্গলবার এ প্রস্তাবটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডের পথেই হাঁটছে দেশটি। এ সিদ্ধান্তে নাখোস হয়েছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাৎজ। এক্স-এ তিনি বলেন, ‘স্লোভেনিয়ান সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশটির পার্লামেন্ট যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয় তবে তা হামাসকে পুরস্কৃত করা হবে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যের মধ্যে সুইডেন, সাইপ্রাস, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, স্লোভাকিয়া, রোমানিয়া ও বুলগেরিয়া ইতোমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। মাল্টাও শিগগিরই একই পথ অনুসরণ করতে পারে। এদিকে ব্রিটেন ও অস্ট্রেলিয়া বলেছে তারাও ফিলিস্তিনকে স্বীকৃতির কথা বিবেচনা করছে। কিন্তু ফ্রান্স বলেছে,   স্বীকৃতি প্রদানের সময় এখনই নয়।

সর্বশেষ খবর