শনিবার, ১ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতের মহারাষ্ট্রে তাপমাত্রা ৫৬ ডিগ্রি!

ভারতের উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশ্বরে সর্বোচ্চ বুধবার তাপমাত্রা ছিল ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। এবার মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে। ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে চারটি অটোমেটিক আবহাওয়া স্টেশন তৈরি করা হয়েছে। সেই আবহাওয়া দফতরের পক্ষ থেকেই তাপপ্রবাহের কথা জানানো হয়েছে। নাগপুরের জওহর নবোদয় বিদ্যালয়ে একটি অটোমেটিক ওয়েদার স্টেশন রয়েছে। এ আবহাওয়া দফতরই নাগপুরে তাপপ্রবাহের কথা জানিয়েছে। দিল্লি, নাগপুরের মতো শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলেই তাপপ্রবাহ চলছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তবে শিগগিরই সেখানে বর্ষা  মৌসুম শুরু হলে এ উষ্ণতা কমে যাবে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

সর্বশেষ খবর