রবিবার, ২ জুন, ২০২৪ ০০:০০ টা

ভারতে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৬

ভারতের চলমান তাপপ্রবাহে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, দুই থেকে তিন দিনের মধ্যে এসব অঞ্চলের তাপমাত্রা কিছুটা কমতে পারে। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। বিশেষ করে দেশটির উত্তর-পশ্চিম, মধ্য এবং পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে। ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) জানিয়েছে, সর্বশেষ গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা ৫৬ হয়েছে। এর আগে শুধু মে মাসে দিল্লিসহ দেশটির মধ্য, পূর্ব এবং উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে ৪৬ জনের মৃত্যু হয়েছে। ভারতের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা ৪৬-৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। এর মধ্যে অনেক অঞ্চলের তা ৫০ ডিগ্রি ছাড়িয়েছে। রাজস্থান, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভের অনেক অংশের তাপমাত্রা সর্বোচ্চ ৪৫-৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হচ্ছে।

সর্বশেষ খবর