সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

গাজায় যুদ্ধবিরতি মানল ইসরায়েল

♦ চুক্তিটি ভালো নয়। এটি ত্রুটিপূর্ণ। তবে আমরা সব জিম্মির মুক্তি চাই ♦ ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রীর সরকার ছাড়ার হুমকি

গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনা ইসরায়েল গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বৈদেশিক নীতিবিষয়ক প্রধান উপদেষ্টা ওফির ফক। গতকাল ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফক নিশ্চিত করে বলেন, ‘বাইডেনের প্রস্তাব মতো আমরা একটি চুক্তিতে রাজি হয়েছি।’ তবে তিনি এও বলেন যে, চুক্তিটি ভালো নয়। এটি ত্রুটিপূর্ণ। তবে আমরা সব জিম্মির মুক্তি চাই। তিনি জানান, তবে তা চূড়ান্ত করতে আরও সময় প্রয়োজন। তিনি বলেছেন, ইসরায়েলের শর্ত নিয়ে অনেক কাজ করতে হবে। তবে জিম্মি মুক্তি ও হামাস নির্মূলে ইসরায়েল অনড় থাকবে।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারীরা হামাস ও ইসরায়েল উভয় পক্ষকেই বাইডেনের প্রস্তাবিত রূপরেখা মেনে নেওয়া এবং বন্দিমুক্তির বিষয়ে একমত হওয়ার আহ্বান জানিয়েছেন। যাতে গাজাবাসী এবং জিম্মিদের পরিবারগুলোও তাৎক্ষণিকভাবে স্বস্তি পায়। তবে ইসরায়েল বলছে, হামাস গাজার ক্ষমতায় থাকা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। বাইডেন গত শুক্রবার ইসরায়েল সরকারের দেওয়া একটি যুদ্ধবিরতি চুক্তি সামনে এনেছেন, যার রূপরেখা প্রণয়ন করেছেন খোদ তিনি। এ পরিকল্পনায় তিনটি স্তর বা পর্যায় রয়েছে। এতে বলা হয়, প্রথম ধাপে যুদ্ধবিরতির পাশাপাশি হামাসের হাতে বন্দি জিম্মিদের একাংশকে মুক্তি দেওয়া হবে। দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের আলোচনায় বসবে দুই পক্ষ। প্রস্তাব অনুযায়ী, মিসর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় অন্যতম ভূমিকা রাখবে হামাস। যা হামাস নির্মূলে তেলআবিবের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। নেতানিয়াহুর অনড় অবস্থান পুনর্ব্যক্ত করে ফাল্ক বলেন, ‘আমাদের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গাজায় কোনো স্থায়ী যুদ্ধবিরতি হবে না।’

যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহু রাজি হলে পদত্যাগের হুমকি ইসরায়েলের দুই মন্ত্রীর : ইসরায়েলের দুই কট্টর ডানপন্থি মন্ত্রী হুমকি দিয়েছেন- প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তোলা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হন, তাহলে তারা ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করবেন এবং সরকার ভেঙে দেবেন। দেশটির অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেছেন, তারা হামাস ধ্বংস হওয়ার আগে কোনো ধরনের চুক্তি করার বিরোধী।

সর্বশেষ খবর