সোমবার, ৩ জুন, ২০২৪ ০০:০০ টা

চাঁদের দূর প্রান্তে নামল চীনা মহাকাশযান

চাঁদের দূর প্রান্তে নামল চীনা মহাকাশযান

চাঁদের দূরবর্তী ও দুর্গম অঞ্চলে অবতরণ করেছে চীনের মনুষ্যবিহীন চন্দ্রযান। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, স্থানীয় সময় গতকাল সকাল ৬টা ২৩ মিনিটে দক্ষিণ মেরু-আইটকেন অববাহিকায় অবতরণ করে চ্যাংই-৬। খবর বিবিসি।

ভারতের পর চাঁদ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে চীনও। চাঁদে পানির সন্ধান এবং একটি স্থায়ী ঘাঁটি স্থাপনের জন্য চীন এই দশকে আরও তিনটি মনুষ্যবিহীন মিশনের পরিকল্পনা করেছে। চাঁদের মাটিতে মহাকাশযান সফলভাবে অবতরণ করায় চীনের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে অনেকটা এগিয়ে গেল। তবে চাঁদে এটাই চীনের অভিযান নয়। এর আগে ২০১৯ সালে চেঞ্জ-৪ প্রোব মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছিল। এবার চেঞ্জ-৬ লুনার ল্যান্ডারও চাঁদের দূর প্রান্তে সফলভাবে অবতরণ করল। ৩ মে শুরু হয় এই অভিযান। ৫৩ দিন পর্যন্ত এই মহাকাশযান কর্মক্ষম থাকবে বলে আশা করছেন চীনের মহাকাশ বিজ্ঞানীরা। তাঁদের পরিকল্পনা অনুযায়ী সব কাজ ঠিকমতো হলে পৃথিবীর মতোই চাঁদের মাটিতেও অন্য দেশগুলোকে টেক্কা দেওয়ার বড় দাবিদার হয়ে উঠবে দেশটি। ২০৩০ সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে চীন।

সর্বশেষ খবর