মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

শিশুদের ওপর স্ক্রিন টাইমের প্রভাব মারাত্মক হতে পারে

শিশুদের ওপর স্ক্রিন টাইমের প্রভাব মারাত্মক হতে পারে

ডিজিটাল ডিভাইসে শিশুদের নেশা বাড়ছে -প্রতীকী ছবি

আজকের যুগে স্মার্টফোনসহ একাধিক ডিভাইস থেকে দূরে থাকা অত্যন্ত কঠিন। কিন্তু শিশুদের বিকাশের ক্ষেত্রে স্ক্রিন টাইম বড় সমস্যা হয়ে উঠছে। স্ক্রিন টাইম শিশুদের ওপর ইতিবাচক এবং নেতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে। তবে নেতিবাচকই বেশি। অত্যধিক স্ক্রিন সময় বিলম্বিত ভাষার বিকাশ, সামাজিক মিথস্ক্রিয়া হ্রাস এবং শিশুদের মধ্যে ঘুমের ধরন ব্যাহত হওয়ার সঙ্গে জড়িত। এর মধ্যে যুক্তরাষ্ট্রের একাডেমি অব পেডিয়াট্রিক্স ভিডিও চ্যাটিং ব্যতীত ১৮ মাসের কম বয়সি শিশুদের জন্য স্ক্রিন টাইম না দেওয়ার পরামর্শ দিয়েছে। সাম্প্রতিক গবেষণার ফল অনুযায়ী মাত্রাতিরিক্ত স্ক্রিন টাইম বাবা-মা ও শিশুর মধ্যে ভাবের আদানপ্রদানে বাধা সৃষ্টি করে। আজকাল চারদিকেই পর্দা ছড়িয়ে রয়েছে। আর সেগুলো আমাদের পারিপার্শ্বিক থেকে বিচ্ছিন্ন করে তোলে। গবেষণায় বলা হয়, শিশুরা যত বেশি সময় ধরে পর্দার দিকে তাকিয়ে থাকে, তাদের কথা বলা, কথা শোনা ও সংলাপের প্রবণতা ততই কমে যায়। সেটা তাদের মস্তিষ্কের জন্য খারাপ। কারণ সামাজিক ও সাক্ষরতার ক্ষেত্রে দক্ষতার জন্য ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব কম বয়স থেকেই তা আমাদের মস্তিষ্কের বিকাশ নির্ণয় করে। সমস্যা সমাধানে অভিভাবকদের এ জন্য সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর