শিরোনাম
মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

সাইফার মামলায় বেকসুর খালাস ইমরান খান

সাইফার মামলায় বেকসুর খালাস ইমরান খান

আরও একটি মামলায় খালাস পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল ইসলামাবাদ হাই কোর্ট (আইএইচসি) রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘনের মামলায় তাকে বেকসুর খালাস দিয়েছেন। তাঁর সঙ্গে দলটির ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশিকেও বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে এখনই ইমরান খান কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। আদালতের এ নির্দেশের পরও এখনো জেল থেকে মুক্ত হবেন না দুজন। এখনো তাঁদের মাথায় একাধিক মামলার খাঁড়া ঝুলছে। চলতি বছরের জানুয়ারি মাসেই পাকিস্তানের এক বিশেষ আদালত ইমরান ও কুরেশিকে সাইফার মামলায় ১০ বছরের সাজা দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে আবেদন করেন দুই নেতা। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, এদিন ইসলামাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি আমির ফারুখ ও বিচারক মিয়ানগুল হাসান ঔরঙ্গজেব তাঁদের আবেদন মঞ্জুর করেন এবং এ মামলা থেকে দুজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার নির্দেশ দেন।

 

 

সর্বশেষ খবর