মঙ্গলবার, ৪ জুন, ২০২৪ ০০:০০ টা

চীনের বিরুদ্ধে জেলেনস্কির অভিযোগ

সুইজারল্যান্ডে আসন্ন শান্তি সম্মেলন বানচাল করতে চীন ভূমিকা রাখছে বলে সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার সিঙ্গাপুরে জেলেনস্কি দাবি করেছেন, জেনেভায় ইউক্রেন যুদ্ধ নিয়ে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে অংশগ্রহণ না করার জন্য বিভিন্ন দেশকে চাপ দিচ্ছে চীন। তিনি আরও মন্তব্য করেছেন, চীনের মদতের কারণেও ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে। তিনি বলেন, আসন্ন ইউক্রেন শান্তি সম্মেলন বানচাল করতে রাশিয়ার সহায়তা করছে চীন। রাশিয়া সম্মেলনে আমন্ত্রণ না পাওয়ায় চীনও সম্মেলনে যোগ না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। সরিসরি নাম না নিয়েও জেলেনস্কি বলেন, অন্যান্য অনেক দেশের ওপর সম্মেলনে অংশ না নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে চীন। সিঙ্গাপুরে ‘শাংরি লা ডায়ালগ’ নামের প্রতিরক্ষা সংক্রান্ত সম্মেলনে সশরীরে যোগ দিয়ে জেলেনস্কি এশিয়ার দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। রাশিয়ার হামলা মোকাবিলায় তিনি ইউক্রেনের জন্য সামরিক সহায়তারও আবেদন জানান। সুইজারল্যান্ডে ইউক্রেন শান্তি সম্মেলনে শীর্ষ নেতাদের উপস্থিত থাকারও অনুরোধ করেন জেলেনস্কি। তার মতে, এখনো পর্যন্ত প্রায় ১০০ দেশ ও প্রতিষ্ঠান সম্মেলনে অংশ নেওয়ার অঙ্গীকার করেছে। আগামী ১৫ ও ১৬ জুন সুইজারল্যান্ডের সম্মেলনে ইউক্রেনের প্রধান পৃষ্ঠপোষক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপস্থিতি নিয়েও সংশয় রয়েছে। নির্বাচনি প্রচারে ব্যস্ত বাইডেন শেষ পর্যন্ত উপস্থিত থাকতে না পারলে সম্মেলনের গুরুত্ব কমে যাবে বলে আশঙ্কা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সর্বশেষ খবর