বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা
বুথফেরত জরিপ ভুল

কাঁদলেন জরিপ প্রতিষ্ঠানের প্রধান

কাঁদলেন জরিপ প্রতিষ্ঠানের প্রধান

ভারতে শেষ দফার নির্বাচনের পর বহুল প্রতীক্ষিত বুথফেরত বেশির ভাগ জরিপে বলা হয়েছিল, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে ৩৫০টির বেশি আসন। তবে জরিপকারী সংস্থা ‘অ্যাক্সিস মাই ইন্ডিয়া’ এক ধাপ এগিয়ে বলেছিল, বিজেপি ৪০০ আসন পার করবে। গতকাল ফলাফল ঘোষণায় সেই পূর্বাভাস উল্টে যাওয়ার আলামত স্পষ্ট হওয়ার পর সংস্থাটির কর্ণধার প্রদীপ গুপ্ত লাইভ টিভিতে কান্নায় ভেঙে পড়েন। প্রদীপ গুপ্ত ভারতীয় জরিপকারী প্রতিষ্ঠান অ্যাক্সিস মাই ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের একপর্যায়ে তিনি কান্না শুরু করেন। এ সময় অনুষ্ঠানের উপস্থাপককে তাকে সান্ত্বনা দিতে দেখা যায়। বলেছিলেন বুথফেরত জরিপের পরিসংখ্যান ভুল হতে পারে। তারা যুক্তি দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করলেও তিনি মুখ ঢেকে কাঁদছিলেন। ১০ বছর ধরে বুথফেরত জরিপ করছে অ্যাক্সিস মাই ইন্ডিয়া।

সর্বশেষ খবর