শিরোনাম
বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

কাশ্মীরে কারাবন্দির কাছে হারলেন ওমর আবদুল্লাহ, মেহবুবাও পরাজিত

জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বারামুল্লা লোকসভা আসন থেকে তাঁর পরাজয় মেনে নিয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী ও প্রাক্তন বিধায়ক ইঞ্জিনিয়ার আবদুল রশিদকে শুভেচ্ছা জানিয়েছেন। যিনি বর্তমানে ইউএপিএ মামলায় তিহার জেলে বন্দি। রশিদের হয়ে গোটা ভোট পর্বজুড়ে প্রচার চালাচ্ছিলেন তার ছেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার রশিদ। জম্মু ও কাশ্মীর এবং লাদাখের ছয়টি আসনের মধ্যে ন্যাশনাল কনফারেন্স দুটি আসনে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দুটি আসনে এবং স্বতন্ত্র দুটি করে আসনে এগিয়ে রয়েছে।

এদিকে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি তথা সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়া আলতাফের কাছে হেরেছেন। পরাজয় স্বীকার করে নেওয়া মেহবুবা মুফতি এক্সে লিখেছেন, জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তাদের কঠোর পরিশ্রম ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।

সর্বশেষ খবর