শিরোনাম
বুধবার, ৫ জুন, ২০২৪ ০০:০০ টা

অযোধ্যায় রামমন্দিরের আসনে হারল বিজেপি

হিন্দুত্ববাদকে রাজনীতির ময়দানে সামনে রেখে গত দুই বারের নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আসল জায়গা ছিল উত্তরপ্রদেশ। কিন্তু গতকালের ফলাফল সেসব হিসাবকেই উল্টেপাল্টে দিয়েছে। উত্তরপ্রদেশের অযোধ্যায় রামলালার প্রতিষ্ঠার পর থেকেই প্রায় সবারই মনে হচ্ছিল যে, তাহলে বোধহয় রামমন্দির এবং যোগী ম্যাজিক যৌথভাবে সেখানে রুখে দেবে অখিলেশদের ইন্ডিয়া জোটকে। কিন্তু ভোট গণনার মাঝ পথেই অযোধ্যার কেন্দ্র ফৈজাবাদে বিজেপির ফলাফল কেড়ে নেয় সমস্ত লাইমলাইট। মূলত জানুয়ারিতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের পর ভারতের এবারের লোকসভা নির্বাচনে এটি প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে একটি আলোচনা তৈরি হয়েছিল।

রামমন্দির ইস্যু যে কোনোভাবেই ভোট ফ্যাক্টর হয়নি ফৈজাবাদে তা পরিষ্কার হয়ে যায় ফলাফলে। ৩০ হাজার ভোটে বিজেপিকে হারিয়ে ফৈজাবাদে জিতে যান সমাজবাদী পার্টির প্রার্থী অক্ষয় যাদব। এ আসনে বিজেপির হয়ে লড়ছেন দলটির হেভিওয়েট প্রার্থী লাল্লু সিং। তবে শুধু ফৈজাবাদেই নয়, গোটা উত্তরপ্রদেশে ধরাশায়ী হয়েছে গেরুয়া শিবির। বুথফেরত জরিপের পূর্বাভাসে বলা হয়েছিল, উত্তরপ্রদেশে বেশিরভাগ আসনে জয়ী হবে বিজেপি। কিন্তু ভোট গণনায় চিত্র বিপরীত দেখা যাচ্ছে। ৮০টি আসনের মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৪ এবং এনডিএ ৩৫ আসনে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ৭৩টিতে জিতেছিল এনডিএ জোট। বিজেপি সেবার একাই পেয়েছিল ৭১ আসন। ২০১৯ সালের নির্বাচনেও এনডিএ ৬৩টি আসন পায়। বিজেপি পায় ৬১টি আসন। সেই নিরিখে এবারে প্রায় অর্ধেকেরও কম আসনে নেমে এসেছে বিজেপি।

সর্বশেষ খবর