শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

বিশ্বের সবচেয়ে দামি গরুর উৎপাদনে যাচ্ছে ভারত

বিশ্বের সবচেয়ে দামি গরুর উৎপাদনে যাচ্ছে ভারত

বিশ্বের দামি গরুর উৎপাদন এবার হতে চলেছে ভারতে। এ গরুটির নাম ভিয়াতিনা-১৯। ব্রাজিলের খামারে থাকে। এ গরুর মালিকরা এর জেনেটিক্স বলিভিয়ার কাছে বিক্রি করেছেন। সেখান থেকে ওই গরুর ডিম্বাণু কেনার প্রস্তুতি শেষ করেছে ভারত। তবে ভারত ছাড়াও ডিম্বাণু কেনার জন্য সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন ক্রেতারাও আছেন। এটি ভারতে আনা হলে তা থেকে নতুন প্রজাতির গবাদি পশু তৈরি হবে। এ গরু ভারতে গবাদি পশুর সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

বলে রাখা ভালো, ভিয়াতিনা-১৯ গরুটি সম্প্রতি নিলামে বিক্রি করা হয়। অবশ্য তাতে যে দাম উঠেছে তা শুনে অনেকের মাথা ঘুরে যেতে পারে। ৪৮ লাখ মার্কিন ডলার অর্থাৎ প্রায় ৫৭ কোটি টাকায় নেলোর প্রজাতির এ গরুটি বিক্রি হয়। রীতিমতো সিসিটিভি ক্যামেরা এবং সশস্ত্র নিরাপত্তারক্ষী এ গরুর জন্য সব সময় মোতায়েন থাকে। সাদা ধবধবে এ গরুটি ‘বিশ্বের সবচেয়ে দামি গরু’ হিসেবে নিলামে উঠেছে। এ গরুটি মু-জেনিক্সের পণ্য। এ পদ্ধতিতে সারোগেট গাভিতে বিশেষ ভ্রƒণ রোপণ ও তাদের কোলন তৈরি করা হয়। ব্রাজিল বড় পরিসরে গবাদি পশু পালন করে। দুধ ও দুগ্ধজাত পণ্য ছাড়াও এসব গবাদি পশুর মাংসও রপ্তানি করা হয়। এ কারণেই ব্রাজিল বিশ্বের অন্যতম বড় গরুর মাংস উৎপাদনকারী দেশ। আর সে কারণেই সারা বিশ্বে ভিয়াতিনা-১৯ গরুটির ডিম্বাণু রপ্তানি করতে প্রস্তুত ব্রাজিল।

সর্বশেষ খবর