শিরোনাম
শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

জাতিসংঘ আশ্রয় কেন্দ্রে ইসরায়েলি হামলায় নিহত ২৭

জাতিসংঘের একটি স্কুলে গতকাল ইসরায়েল বিমান হামলা করেছে। যাতে শত শত বাস্তুচ্যুত লোক আশ্রয় নিয়ে ছিল। স্থানীয় কর্মকর্তারা বলছেন, মধ্য গাজার ওই স্কুলে হামলায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা জাতিসংঘের যে স্কুলে হামলা করেছে সেটি ‘হামাসের কম্পাউন্ড’ হিসেবে গড়ে উঠেছিল। তবে জানা গেছে, এটি নুসেইরাত শরণার্থী শিবির। জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয়ে উদ্বাস্তুদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। স্থানীয় সাংবাদিকরা বিবিসিকে বলেছেন, একটা ইসরায়েলি যুদ্ধবিমান থেকে নুসেইরাত শরণার্থী শিবিরে স্কুলটির ওপরের তলার শ্রেণিকক্ষে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। হামাসের মিডিয়া অফিস ইসরায়েলের এ হামলাকে ‘বেপরোয়া হত্যাকান্ড’ বলে অভিযুক্ত করছে। বিবিসি জানায়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিধ্বস্ত ক্লাসরুম ও মর্গের সামনে পড়ে থাকা লাশের সারি দেখা গেছে। ‘অনেক যুদ্ধ হয়েছে! আমরা অসংখ্যবার উচ্ছেদ হয়েছি। আমার সন্তানরা যখন ঘুমাচ্ছিল তখন তারা তাদের হত্যা করেছে,’ হামলায় আহত এক নারী চিৎকার করে কথাগুলো বলছিলেন একটি ভিডিওতে।

সর্বশেষ খবর