শুক্রবার, ৭ জুন, ২০২৪ ০০:০০ টা

কানাডার অনেক এমপি বিদেশের স্বার্থে কাজ করছেন

সংসদে গোয়েন্দা তথ্য

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

কানাডীয় পার্লামেন্টে অনেক সদস্য বিদেশের স্বার্থে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। তবে তারা কারা তা স্পষ্ট করা হচ্ছে না। এ নিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। অপকর্ম বন্ধে কানাডার পার্লামেন্টে একটি বিল উত্থাপন করা হয়েছে গত বুধবার। বিল প্রসঙ্গে কুইন্স ইউনিভার্সিটি এবং রয়েল মিলিটারি কলেজের অধ্যাপক ক্রিস্টিয়ান লিউপ্রেস্ট বলেন, এটা বিদেশি হস্তক্ষেপ অথবা বিদেশি প্রভাব প্রতিরোধে একেবারেই নগণ্য। সেন্টার ফর ইন্টারন্যাশনাল গভর্ন্যান্স ইনোভেশনের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ ওয়েসলি ওয়ার্ক মনে করেন, শুরুটা যত নগণ্যভাবেই হোক না কেন, কানাডার নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পথে এটা বহুল প্রত্যাশিত একটি প্রক্রিয়া। সংসদীয় গোয়েন্দা কমিটির চেয়ার ডেভিড ম্যাকগুইন্টি গত সোমবার পার্লামেন্টে এমন একটি গোয়েন্দা-প্রতিবেদন উপস্থাপন করেন তখনই তোলপাড় শুরু হয়েছে।

সর্বশেষ খবর