শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা

মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬,৭০০ জনে

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৭৭

মানবতার আহ্বানকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে আট মাস ধরে গাজায় ইসরায়েল হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। গতকালও বিভিন্ন হামলায় অন্তত ৭৭ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এতে উপত্যকাটিতে আট মাসে নিহতের সংখ্যা ৩৬ হাজার ৭০০ জনে পৌঁছেছে। গতকাল এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতের পাশাপাশি ইসরায়েলের নৃশংস হামলায় আরও ৮৩ হাজার ৫৩০ ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় যেসব স্থাপনা পুরোপুরি বা আংশিক ধ্বংস হয়েছে এখনো সেসব ধ্বংসস্তূপের নিচে উল্লেখযোগ্য সংখ্যক ফিলিস্তিনি চাপা পড়ে আছেন। যাদের ইসরায়েলের অবরোধের কারণে উদ্ধার করা সম্ভব হয়নি। জাতিসংঘের তথ্যমতে, আট মাসে ইসরায়েলের অবরোধের কারণে গাজা ভয়াবহ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে উপনিত হয়েছে। বিশেষ করে গাজার হাসপাতালগুলোতে তেল আবিবের অবরোধে ব্যাপক চিকিৎসা সরঞ্জামের সংকট চলছে। এ ছাড়া উপত্যকাজুড়ে ইসরায়েলের ক্রমাগত বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার লাখ লাখ বাসিন্দা।

 

সর্বশেষ খবর