শনিবার, ৮ জুন, ২০২৪ ০০:০০ টা
শেয়ারবাজারে ধস

মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর

মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রাহুল গান্ধীর

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই শেয়ারবাজারে যে ধস নেমেছিল, তার পেছনে কেলেঙ্কারি জড়িয়ে বলে দাবি করেছেন বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

ভারতে লোকসভা নির্বাচনের পর নতুন সরকার এখনও গঠন হয়নি। তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্টক মার্কেট কেলেঙ্কারির অভিযোগ তুলেছেন বিরোধীদল কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত ৪ জুন লোকসভা ভোটের ফল বের হওয়ার পরই শেয়ার বাজারে যে ধস নেমেছিল, তার পেছনে কেলেঙ্কারি জড়িয়ে বলে দাবি করে রাহুল অভিযোগের তীর ছুড়েছেন অমিত শাহের বিরুদ্ধেও। বিষয়টির সংসদীয় কমিটির তদন্ত দাবি করেছেন তিনি।

লোকসভা ভোট চলার মধ্যে শেয়ারের দাম বাড়া নিয়ে প্রধানমন্ত্রী মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ভবিষ্যদ্বাণীর প্রসঙ্গ টেনে, রাহুল গান্ধী একে শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় কেলেঙ্কারি আখ্যা দিয়েছেন।

সর্বশেষ খবর