রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে যা বললেন পুতিন

পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে যা বললেন পুতিন

ইউক্রেনে জয় পেতে পরমাণু অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, ইউক্রেনে বিজয়ের জন্য রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। রুশ সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা হুমকির মুখে পড়লে এ অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে মারাত্মক এ সংঘাত যে পারমাণবিক যুদ্ধে পরিণত হবে না, সে বিষয়ে এটিই এখন পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে জোরালো ইঙ্গিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। রয়টার্স

সর্বশেষ খবর