সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা
‘গণহত্যাকারী’ ইসরায়েলের বন্ধু বাইডেন

৩০ হাজার মানুষের প্রতিবাদ হোয়াইট হাউসের সামনে

৩০ হাজার মানুষের প্রতিবাদ হোয়াইট হাউসের সামনে

হোয়াইট হাউসের সামনে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে বিক্ষোভ -এএফপি

আট মাস ধরে যুদ্ধের নামে গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আর এ হত্যাযজ্ঞে ইসরায়েলকে অন্ধের মতো সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সেই অবস্থানের তীব্র প্রতিবাদ করে হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ বিক্ষোভ করেছেন অন্তত ৩০ হাজার প্রতিবাদী। ‘রেড লাইন’ নামের এ বিক্ষোভ স্থানীয় সময় শনিবার অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মতে, রাফায় ইসরায়েলি সেনা অভিযান চালাবে জেনেও বাধা দেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়াও ‘গণহত্যাকারী’ ইসরায়েলের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেননি তিনি। সে জন্য আমেরিকার বিরুদ্ধেই শুরু হয়েছে প্রতিবাদ। অবিলম্বে যুদ্ধবিরতি, গাজার অবরোধ প্রত্যাহার, ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ফিলিস্তিনের স্বাধীনতাসহ একাধিক দাবি নিয়ে হোয়াইট হাউসের সামনে ভিড় জমান এসব মানুষ। গাজার আমজনতার যন্ত্রণার প্রতীক হিসাবে লাল পোশাক পরেছিলেন সবাই। বিক্ষোভকারীদের হাতে ছিল দুই মাইল লম্বা লাল রঙের ব্যানার। গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হত ৪০ হাজার মানুষের নাম লেখা ছিল সেখানে। স্মোক বম্ব জ্বালিয়ে হোয়াইট হাউসের দিকে ছুড়ে দেয় বিক্ষোভকারীরা। তবে বিশাল বিক্ষোভ শুরু হলেও হোয়াইট হাউসের কড়া নিরাপত্তা ভেদ করে ভিতরে যেতে পারেননি প্রতিবাদীরা।

সর্বশেষ খবর