সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

নিখোঁজ নারীর দেহ মিলল অজগরের পেটে

তিন দিন ধরে নিখোঁজ ছিলেন এক নারী। পরিবারের লোকজন হন্যে হয়ে খোঁজেন তাকে। অবশেষে তার দেহ পাওয়া গেছে এক মস্ত অজগরের পেটে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে মধ্য ইন্দোনেশিয়ায়। ওই নারীর নাম ফরিদা। তার বয়স ৪৫ বছর। ৫ মিটার লম্বা অজগরটি আস্ত গিলে ফেলেছিল ওই নারীকে। শনিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা ফরিদা বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন। এদিন বাসা থেকে বের হওয়ার সময় তিনি স্বামীকে জানিয়েছিলেন, একজন ক্রেতার কাছে মরিচ বিক্রি করতে যাচ্ছেন। এরপরে আর বাড়ি ফেরেননি ফরিদা। কোনো খবর না পেয়ে তার স্বামী ও আত্মীয়স্বজনরা আশপাশে খোঁজ শুরু করেন। গ্রামপ্রধান সুয়ার্দি রোসি জানান, নিখোঁজ হওয়ার পরদিন সকালে ফরিদার সঙ্গে থাকা ব্যবহারের জিনিসগুলো কাছাকাছি একটি জায়গায় পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই শুয়ে ছিল বিশাল আকৃতির একটি অজগর সাপ। এতে সন্দেহ হয় তাদের। পরে কয়েকজন গ্রামবাসীর সঙ্গে মিলে ফরিদার স্বামী সাপটিকে মেরে, পেট চিরে ফরিদার লাশ উদ্ধার করে। বিশ্বে এ ধরনের ঘটনা বিরল হলেও ইন্দোনেশিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে।

গিলে ফেলার কয়েকটি ঘটনা সামনে এসেছে। গত বছর দেশটির দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে ৮ মিটার লম্বা একটি অজগর আস্ত গিলে খেয়েছিল বলে জানা যায় গণমাধ্যমের খবরে। ২০১৮ সালে একই ঘটনা ঘটেছিল দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির মুনা শহরে।

সর্বশেষ খবর