সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

দুই মেয়েকে রাজনীতিতে আনছেন পুতিন?

দুই মেয়েকে রাজনীতিতে আনছেন পুতিন?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পরিবারের অন্য সদস্যদের বিষয়ে খুব একটা জানা যায় না। তার দুই প্রিয় মেয়ে মারিয়া এবং ক্যাটরিনা সম্পর্কেও খুব বেশি তথ্য নেই। কারণ পুতিন তার পরিবারের সদস্যদের জনসাধারণের আড়ালে রাখতেই পছন্দ করেন। দীর্ঘদিন ধরে রাশিয়ার ক্ষমতায় আছেন পুতিন। কিন্তু এ সময়ে পুতিনের সঙ্গে প্রকাশ্যে তার পরিবারের সদস্যদের খুব কমই দেখা গেছে। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নও বারবার এড়িয়ে গেছেন পুতিন। ২০১৫ সালে এক সংবাদ সম্মেলনে পুতিনের কাছে তার মেয়েদের নাম পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। জবাবে পুতিন জানিয়েছিলেন, তার দুই মেয়ে রাশিয়ায় বসবাস করেন। তাদের পড়াশোনাও রাশিয়ায়। তারা তিনটি বিদেশি ভাষা বলতে পারে। মেয়েদের নিয়ে তিনি গর্বিত। পুতিন সাফ জানিয়ে দেন, ‘আমি কখনোই আমার পরিবার নিয়ে কারও সঙ্গে আলোচনা করি না।’ তবে এবার অন্য ঘটনা ঘটেছে। সম্প্রতি সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনমি ফোরামে বক্তৃতা দেওয়ার পর সবার সামনে এসেছেন পুতিনের দুই মেয়ে। তাদের বক্তৃতা মন কেড়েছে রাশিয়ানদের।

 ভ্লাদিমির পুতিন ১৯৮৩ সালে বিয়ে করেছিলেন স্ত্রী লিউডমিলা মারিয়া ভোরন্তসোভাকে। তাদের দুই মেয়ে মারিয়া এবং ক্যাটরিনা। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকনমিক ফোরামে বড় মেয়ে মারিয়া ভোরোন্টোভা উদ্ভাবন এবং জৈবপ্রযুক্তি সম্পর্কিত একটি প্যানেলে অংশগ্রহণ করেন এবং বক্তৃতা দেন। আর রাশিয়ান প্রতিরক্ষা শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বক্তব্য রাখেন ছোট মেয়ে ক্যাটরিনা। এর পরই প্রশ্ন উঠছে, তাহলে কী পুতিনের উত্তরাধিকার হিসেবে আস্তে আস্তে এগিয়ে আসছেন তার মেয়েরা।

সর্বশেষ খবর