সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

দিল্লিতে পানির জন্য হাহাকার

ভারতের দিল্লিতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় দিনে দুবারও পানি সরবরাহ করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে দিল্লিবাসীকে পানি ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্র শাসিত অঞ্চলটির পানিমন্ত্রী অতিশী মারলেনা। বিষয়টি নিয়ে অতিশী দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকের সময়ও চেয়েছেন। এক্সে দেওয়া এক পোস্টে অতিশী জানিয়েছেন, মুনক খালের মাধ্যমে ১০৫০ কিউসেক পানি পাওয়ার কথা দিল্লির। কিন্তু সেই পরিমাণ পানি ছাড়া হচ্ছে না। এর পরিবর্তে ৮৪০ কিউসেক পানি দেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, ‘রবিবার (গতকাল) থেকেই যদি পানির পরিমাণ বৃদ্ধি না করা হয়, তাহলে আগামী দু-এক দিনের মধ্যেই দিল্লির পরিস্থিতি আরও খারাপ হবে।’ দিল্লির আম আদমি পার্টির (আপ) সরকার এ পরিস্থিতির জন্য হরিয়ানা সরকারকে দায়ী করছে।

গত বৃহস্পতিবার হিমাচল প্রদেশ এবং হরিয়ানা সরকারকে দিল্লির জন্য পানি ছাড়ার নির্দেশ দিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। একদিকে দিল্লিজুড়ে তাপপ্রবাহ চলছে, তার মধ্যে পানির সংকট ভয়ংকর পর্যায়ে পৌঁছেছে।

সর্বশেষ খবর